লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ ঘটনায় ধর্ষিতার বাবার দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) ।
বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম। তিনি জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
জানা গেছে, গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করে। এ সময় রনি নামে এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা। পরে এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করে আসছে। একপর্যায়ে অভিযুক্তদের লোকজন তাদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করায় দিশেহারা হয়ে ১৬ ডিসেম্বর (সোমবার) ভিকটিমের বাবা বাদী হয়ে রামগতি সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দয়ের করেন। এ ঘটনায় গত ১৭ ডিসেম্বর সময় সংবাদে প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে পুলিশ। পরে বুধবার রাতে পুলিশ তরুণীর বাবার দায়ের করা ধর্ষণ মামলা থানায় রেকর্ড করেন। অবশেষে ঘটনার আট দিন পর তরুণীর বাবা ধর্ষণ মামলা করলে ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করে পুলিশ।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৯ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ এমআরবি