মুম্বাইয়ের একটি মাঠে একই সময়ে চলছিল দুইটি ক্রিকেট ম্যাচ। সেই সময়েই ঘটে গেল দুর্ঘটনা। ফিল্ডিংয়ের সময় বলের আঘাতে মাঠেই প্রাণ হারালেন এক ক্রিকেটার।
ভারতের মুম্বাইয়ের কাতচি কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্টের এক ম্যাচে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের মাতুঙ্গার দাদকর মাঠে চলছিল টুর্নামেন্টের ম্যাচ। সেখানেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
দেশটির পুলিশ জানিয়েছে, মৃত খেলোয়াড়ের নাম জয়েশ চুন্নিলাল সাভলা। তার বয়স ৫২ বছর। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফিল্ডিং করার সময় একটি বল দ্রুত এসে কানের কাছে লাগে। বলটি তাঁর মাথার নীচের অংশে আঘাত করে। বলটি তাকে আঘাত করার সঙ্গে সঙ্গেই রক্তক্ষরণ শুরু হয় এবং সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন জয়েশ। এর পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়।
লায়ন তারাচাঁদ হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, বিকেল ৫টার দিকে সাভলাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা একটি অপমৃত্যুর রিপোর্ট দায়ের করেছে। ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় কোনো ধরনের ষড়যন্ত্র কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়েছে দেশটির পুলিশ।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম