ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন।
গতকাল রোবাবার (২ জুলাই) এই হামলা চালানো হয়। আজ সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত জেনিন ক্যাম্পে ব্যাপক সামরিক অভিযান চলিয়েছে ইসরাইলি সেনাবাহিনী । ওই ক্যাম্পে তারা একাধিক বিমান হামলা করেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি আবাসিক ব্লক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এ বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেন তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটিকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ দাবি করে তারা বলেন, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসেবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না।’
জেনিন ব্যাটালিয়ন নামে একটি সামরিক গ্রুপের মধ্যে ফিলিস্তিনি গোষ্ঠী ফাতাহ, হামাস এবং ইসলামিক জিহাদের সশস্ত্র লোক রয়েছে। তারা বলেন, ‘আমরা শেষ নিশ্বাস ও বুলেট পর্যন্ত দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সমস্ত দল ও সামরিক গ্রুপগুলো একত্রিত হয়ে কাজ করব।’
এই হামলার পর জেনিন ক্যাম্পের গলিতে বহু সশস্ত্র ও মুখোশধারী ফিলিস্তিনি যোদ্ধা মোতায়েন করা হয়েছে।
এর আগে গত মাসে ইসরাইলি সামরিক বাহিনী জেনিন ক্যাম্পে অভিযান চালিয়ে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছিল।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন