মৌসুমি ঝড়ের প্রভাবে অব্যাহত ভারি বৃষ্টিপাতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে মিন্দানাও অঞ্চলে। বন্যার পানি ঢুকে পড়েছে কাপিজ প্রদেশের কয়েকটি অঞ্চলে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়া বাসিন্দাদের উদ্ধারে এরই মধ্যে কাজ শুরু করেছেন বিভিন্ন উদ্ধারকারী সংস্থার সদস্যরা। সেই সঙ্গে স্থানীয় প্রশাসন বন্যার্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
আবহাওয়া দফতর জানায়, মৌসুমি ঝড় নালগেই বর্তমানে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার গতিতে ফিলিপিন্সের মধ্যাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে এলেও গতিপথ পরিবর্তন করে এটি শনিবার (২৯ অক্টোবর) নাগাদ উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপের দিকে অগ্রসর হবে।
এদিকে, অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলে। এখনও পানির নিচে বিস্তীর্ণ এলাকা। বন্যার পানি নামতে শুরু করায় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় দেশটির নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর উডবার্ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ঘরবাড়ি ও রাস্তাঘাটের পাশাপাশি চলমান বন্যায় শহরটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলতি বছর তৃতীয়বারের মতো বন্যার ধাক্কায় টালমাটাল নিউ সাউথ ওয়েলস প্রশাসন বন্যা-পরবর্তী পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নে এরই মধ্যে ৫০ কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।