অনেকদিন আগে শুনেছিলাম গল্পটি। ইংল্যন্ডের ঘটনা। ২৫/ ২৬ বছরের একজন যুবক উচু একটি পানির ট্যংকে ওয়েল্ডিং করার সময় পিছলে পরে মারা যায়। পুলিশ তদন্ত করে কারো কোন সংশ্লিষ্ঠতা না পেয়ে রিপোর্ট দেয়। রিপোর্ট পড়ে জজ সাহেব লিখে দিলেন, ফাইন্ড দ্য লেডি। তদন্তকারী অফিসার পুনরায় তদন্ত শুরু করলেন কিন্ত, আবারও কোন সংশ্লিষ্ঠতা পেলেননা। আবারও জজ সাহেব লিখে দিলেন ” ফাইন্ড দ্য লেডি”। ইতিমধ্যে জজ বদলী হয়ে গেলেন, নতুন জজ নিয়োগ পাওয়ার পর তদন্তকারি অফিসার কেসটি নিষ্পত্তি করতে জমা দিলেন। তিনিও লিখে দিলেন ” ফাইন্ড দ্য লেডি”। এবার পুলিশ অফিসারটি জজ সাহেবের সংগে দেখা করলেন, জানতে চাইলেন এই কেসের সংগে লেডির সম্পর্ক কি! জজ সাহেব বললেন, একজন যুবক উচুতে কাজ করছে, বিপদটি সে জেনেই কাজ করছে। সে অসতর্ক হলো কেন, নিশ্চই কোন নারীর সম্পর্ক আছে। পুলিশ অফিসার তদন্ত করে দেখে, ছেলেটি যখন পড়ে তখন কিছু মেয়ে পাশ দিয়ে হেটে যাচ্ছিল। এদের মধ্যে একজন ছিল যাকে প্রায়ই ছেলেটা ইশারা করত। মেয়েটির খোজ নিয়ে তার কাছেই তথ্যটি জেনে রিপোর্ট দাখিল করলো এবং মামলাটির ফাইনাল রিপোর্ট গৃহিত হল। বাংলাদেশে এখন অনৈতিকিতার পাহাড় জমেছে। রাতারাতি পথের লোকটিও বিত্ত্বশালী বনে যাচ্ছে। কেউ কেউ বছর ঘুড়তেই দামী গাড়িতে চড়ে বিলাসি জীবন কাটায়। ন্যয় পথে রাতারাতি কোটিপতি বনার কোন বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমার জানা নেই। আলাদিনের প্রদিপের গল্প শুনেছি, এখন বাংলাদেশে সেই গল্পকেও হার মানিয়েছে। একজন রিক্সা চোর কোটি টাকার মালীক আর নীজ এলাকার নেতা। ব্রান্ডের নামী দামী গাড়ীর মালীকরা কোন প্রদিপের সন্ধান পেয়েছেন জানিনা। বাংলাদেশের এই গল্প ইংল্যন্ডের সেই জজের কাছে গেলে তিনি কি লিখতেন জানিনা তবে, আমি হলে লিখতাম ফাইন্ড দ্য পলিটক্স এন্ড দ্য লেডি।
আজিজুর রহমান প্রিন্স
রাজনীতিবিদ, লেখক ও গবেষক
টরেন্টো, কানাডা
১২ জুলাই ২০২০।