২০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৬ রানেই ভারত অনূর্ধ্ব-১৯ দলের ৯ উইকেটের পতন। শনিবার শেষ দুই ব্যাটসম্যান ৮১ বল হাতে রেখেই জয় তুলে নিলেন। ১ উইকেটের এই জয়ে ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করল ভারতীয়রা। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৯ পয়েন্ট নেয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগে থেকেই ফাইনালে অপেক্ষা করছে। ছয় ম্যাচ শেষে টুর্নামেন্টের স্বাগতিক ইংলিশরা মাত্র দুই পয়েন্ট তুলতে সক্ষম হয়েছে। আগামী ১১ আগস্ট ফাইনাল হবার কথা রয়েছে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার ৫ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। ফাইনাল পর্যন্ত মোট ১৩টি ম্যাচ হবার কথা রয়েছে।৭ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, ৯ আগস্ট মুখোমুখি হবে ইংল্যান্ড-ভারত। ১১ আগস্ট ফাইনালের আগে ম্যাচগুলো এখন আনুষ্ঠানিকতা মাত্র।