প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্য বাহী গুনিয়াউক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া – ১ ( নাসিরনগর) আসনের এম পি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, বিদ্যালয় কোন চিড়িয়াখানা নয় যে জোর করে শিক্ষার্থী ধরে রাখবেন। শিক্ষার্থীদের আন্তরিক ও আনন্দদায়ক পরিবেশে আকর্ষণীয় পাঠদানের ব্যবস্থা করলে এমনিতেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থাকবে। তারা ভালভাবে লেখাপড়া করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কবির ঠাকুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দীন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সাইফুল ইসলাম, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহিম,নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরুদ্দিন রানা, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণজ্যোতি ভট্টাচার্য, গোকর্ণ ইউনিয়নের চেয়ারম্যান ছোঁয়াব আহমেদ হৃতুল, গুনিয়াউক ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি কায়কোবাদ, মোঃ শাহাবুদ্দিন আহমদ, তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম বেণু সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক – শিক্ষার্থী ও সাধারণ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।