ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ জনের পরিচয় মিলেছে। তারা হলেন-সাতক্ষীরার শ্যামনগরের সাফায়াত গাজীর ছেলে আবু বক্কর গাজী (৫৫) ও বাবু মোড়লের ছেলে ঈসা মোড়ল (৪০)।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় নিহত অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন-সাতক্ষীরার শ্যামনগরের আলাউদ্দিনের ছেলে আলীম গাজী (৩৭), সামাদের ছেলে আলাউদ্দিন (২৭), তোফাজ্জলের ছেলে ফিরোজ (৩৩), আলমের ছেলে মারুফ হোসেন (৩৫),আমীর আলী ওআব্দুর রহিম (১৯) শরিফুলের ছেলে খোকন (১৫), মো. আলমের ছেলে শাহীন (১৬), সামসুলের ছেলে শফিকুল (৩৪), আবুল কাজীর ছেলে আমজাদ হোসেন (৩৫), মীম (১৮), সাতক্ষীরার আবু দাউদ (৩৫), নূর আলম (২৭), নূর ইসলাম (৩০), নাজমুল (২৭), নাসিমা (২৭), খাদিজা (৪০), মিজানুর (৩০), পলাশ (২৭), তুলি (২৮), কাশেম (৩৫), আজাদ (২৭), সোহেল (২২), রবিউল (৩০), জসিম (৪০), নাইমুল (২৪), মো. মাইনুদ্দিন (২৫), পিঞ্জিরা (১৫), মাহবুব (৪৭), রেজাউল (৪০) ও জাহিদ (৩৫)।
জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরার শ্যামনগর থেকে বরিশালগামী খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।
এদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল ছাড়াও জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দীনের নেতৃত্বে জামায়াতের নেতারা আহতদের খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২০ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি