মোঃ সদরুল কাদির (শাওন), সাতক্ষীরা:: সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরের কুড়িকাহনিয়া পানি উন্নয়ন বোর্ডের নদীর বেড়ীবাঁধ আংশিক ভেঙে নদীর প্রবল জোয়ারের পানি ভিতরে ঢুকে গ্রাম প্লাবিত হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে রক্ষায় ভেঙে যাওয়া বেড়ীবাধ প্রাথমিকভাবে নদী পানি প্রবেশ আটকাতে বেড়ীবাধ নির্মাণে এলাকায় মাইকিং করে জনগণ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন ঝাঁপিয়ে পড়েছে। চলছে তার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ রক্ষার কাজ।
কুড়িকাহনিয়া বেড়ীবাঁধ ভাঙ্গনে খবর পেয়ে এলাকাবাসীকে রক্ষায় ব্যবস্থা নিতে তাৎক্ষণিকভাবে তৃতীয় বারের মত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু জনসেবক এবিএম মোস্তাকিম ভাই এমপি মহোদয় সহ সরকারের উপর মহলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছেন! তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কে অবহিত করলে তারাও সেখানে যে পৌঁছেছে!
এদিকে উপজেলা নির্বাহি অফিসার মীর আলিফ রেজা বাঁধ ভাঙ্গার খবর শুনে তাৎক্ষণিকভাবে এমপি মহোদয় ওজেলা প্রশাসক মহোদয় কে অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সবসময় যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন!
আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথ কুড়িকাহনিয়া বাঁধ ভাঙার খবর শুনে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপার কে অবহিত করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদেরকে সেখানে পাঠানোর আহ্বান জানিয়ে তিনি একদল পুলিশ সদস্যদের নিয়ে প্রতাপনগর কুড়িকাহনিয়া ভাঙ্গন কবলিত এলাকায় রওনা হয়েছেন!
এদিকে প্রতাপনগর কুড়িকাহনিয়া নদীর বেড়ীবাঁধ ভাঙ্গনের খবর পেয়ে পার্শ্ববর্তী আশাশুনি শ্রীউলা ইউনিয়ন বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনসেবক আবু হেনা শাকিল এলাকাবাসীকে নিয়ে ভাঙ্গন কবলিত এলাকার বাঁধ রক্ষায় রওনা হয়েছেন!
একেতে যখন পোড়া দেশবাসী ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানতে পারে এ খবরে যখন ব্যাপক আতঙ্কে দিন কাটাচ্ছে ঠিক সেই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের গাফিলতির কারণে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া পানি উন্নয়ন বোর্ডের পূর্বের ঝুঁকিপূর্ণ নদীর বেড়িবাঁধ ভেঙে গ্রামের মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে! পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের আশাশুনির পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানানোর পরেও তারা কোন পদক্ষেপ না নেওয়ায় বারবারি কোন ইউনিয়নের নদীর বেড়ীবাঁধ ভেঙে এলাকাবাসী পানিবন্দি হয়ে পড়ছে! এর জন্য যারা দায়ী সে আশাশুনি উপজেলা পানি না বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলাবাসী!