ফটিকছড়ি সদরের ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সকে (ইউনিট-২) বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালে রুপান্তরের জন্য উপজেলা প্রশাসনের আপদকালীন ফান্ডে ৫১ হাজার টাকা সহায়তা প্রদান করলেন ফটিকছড়ি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুয়াবিল উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ। দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সায়েদুল আরেফিনের হাতে আর্থিক সহায়তা হস্তান্তর এবং পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত সংগঠনের বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) প্রজেক্ট “করোনা ফান্ড”র কার্যক্রম বাস্তবায়নে অন্যতম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন দেশে ও প্রবাসে অবস্থানরত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র পরিষদ এর সাবেক উপদেষ্টা জয়নাল আবেদিন জয়,পরিষদের সভাপতি মো.ওসমান গণি,সহ-সভাপতি আলাউদ্দিন আজাদ,কাজী আরশাদ উদ্দিন রোমান,সাধারণ সম্পাদক মীর এইচ এম আইয়ুব,যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হক বাপ্পা,অর্থ সম্পাদক মাঈন উদ্দিন,দপ্তর সম্পাদক মিজানুর রহমান,সহ-সমাজ কল্যাণ সম্পাদক জমির উদ্দিন,সদস্য মো.আনিসুর রহমান প্রমূখ।