টানা পাঁচ ম্যাচ হেরে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ালো ঢাকা ডায়নামাইটস। দাপুটে জয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করল সাকিব আল হাসানের দল। খুলনা টাইটান্সকে তারা হারাল ৬ উইকেটে। শেষ চারে ঢাকার জায়গা নিশ্চিত হওয়ার সাথে সাথে স্বপ্ন ভঙ্গ হল রাজশাহী কিংসেরও।
এর আগে অবশ্যই জিততে হবে-সমীকরণে খেলতে নেমে খুলান টাইটান্সকে অল্পতেই আটকে দেয় ঢাকা ডায়নামাইটসকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ১২২ রানে গুটিয়ে গেছে খুলনা টাইটান্স।
টস জিতে ঢাকার পিচ এবং শিশিরে বিষয় উপেক্ষা করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ব্যাটসম্যানরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা খুলনার হয়ে কেউই সেভাবে দাঁড়াতে পারেননি। শেষ দিকে ওভিড ওয়াইসি হাল ধরার চেষ্টা করলেও সঙ্গী পাননি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে তারা।
স্কোর:
খুলনা টাইটান্স: ১২৩/৯ (২০)
ব্রেন্ডন টেইলর ১৮ (১৪)
জুনায়েদ সিদ্দিকী ২ (৫)
ডেভিড মালান ৭ (১০)
মাহমুদুল্লা রিয়াদ ১৪ (১৭)
নাজমুল হোসেন শান্ত ২৪ (২০)
আল-আমিন ১২ (১২)
ডেভিড ওয়াইসি ৩০ (২৭)
তাইজুল ইসলাম ১২ (১১)
সাদ্দাম হোসেন ১ (৪)
জুনাইদ খান ০* (০)
বোলার:
আন্দ্রে রাসেল ৪-০-১৪-০
রুবেল হোসেন ৪-০-২৭-২
সাকিব আল হাসান ৪-০-৩২-২
সুনিল নারিন ৪-০-২০-১
কাজী অনিক ৩-০-২০-১
মাহমুদুল হাসান ১-০-১০-০
ঢাকা ডায়নামাইটস: ১২৪/৪ (১৪.৫)
উপল থারাঙ্গা ৪২ (৩০)
সুনিল নারিন ৩৫ (১৩)
সাকিব আল হাসান ১ (৬)
মিজানুর রহমান ০ (১)
নুরুল হাসান ২৭ (২৬)
কাইরন পোলার্ড ৯ (১৫)
বোলার:
শুভাশিস রয় ১-০-১৫-০
জুনায়েদ খান ৩-০-২৩-০
সাদ্দাম হোসেন ২-০-২৬-১
ডেভিড ওয়াইসি ২-০-১৭-০
মাহমুদুল্লাহ রিয়াদ ৩-০-১৪-২
তাইজুল ইসলাম ৩-০-২৩-১
ডেভিড মালান ০.৫-০-৩-০
ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী।