বিনোদন ডেস্কঃ চার দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে সংগীতপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। ২০২০ সালের ৬ জুলাই আজকের দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আর আজ (বুধবার) তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।
২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এন্ড্রু কিশোর। ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে ডাক্তাররা হাল ছেড়ে দেন।এরপর তার নিজ ইচ্ছাতেই ২০২০ সালের ২০ জুন তাকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়। মহানগরীর মহিষবাথানে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় বসবাস শুরু করেন তিনি। মাস না পেরুতেই ৬ জুলাই সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৫ জুলাই রাজশাহী সার্কিট হাউস সংলগ্ন খ্রিস্টান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
১৫ হাজারেরও বেশি গান গেয়ে আগের মতোই শ্রোতাদের মণিকোঠায় জীবন্ত হয়ে আছেন এন্ড্রু কিশোর। সংগীত ক্যারিয়ারে শ্রেষ্ঠ গায়ক বিভাগে আটটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতেছেন প্রয়াত এই গায়ক। এছাড়া দুটি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও তিনটি ‘বাচসাস’ পুরস্কার’সহ এন্ড্রু কিশোরের ঝুলিতে আছে অসংখ্য নামিদামি সম্মাননা। তার মৃত্যু বাংলা সংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
উল্লেখ্য, এন্ড্রু কিশোরের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে তার জন্মস্থান রাজশাহীতে বুধবার স্মরণসভার আয়োজন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এদিন বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।