তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৯০ ঘণ্টা পর এক মা সহ ১০ দিনের নবজাতককে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে ওই নবজাতকসহ তার মাকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযানে ইস্তাম্বুলের মেয়র ইকরেম ইমামোগলুর অংশ নেন।
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের একটি বিধ্বস্ত ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।
টুইটারে মেয়র বলেন, সামানদাগ শহর থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় ধ্বংসস্তুপ থেকে আরও এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মা ও নবজাতকের সঙ্গে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কি না জানা যায়নি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে গত সোমবার (৬ এপ্রিল)। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপে মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা কম হলেও অভিযান অব্যাহত আছে।
সবশেষ খবর অনুযায়ী, এ দুটি ঘটনায় মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় সাতদিনের শোক ঘোষণা তুরস্ক সরকার। দুটি ভূমিকম্পের প্রথমটি স্থানীয় সোমবার ভোর রাত ৪টা ১৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সিরিয়া সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহরের কাছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। দ্বিতীয়টি আঘাত হানে দুপুরের দিকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৬।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন