নরসিংদীর শিবপুর উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর প্রথম ফলাফলে বৃত্তি পাওয়া অনেক শিক্ষার্থী বাদ পড়েছে সংশোধিত ফলে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা, মন খারাপে ভুগছে বৃত্তি থেকে বাদ পড়া শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম ফলাফলে যারা বৃত্তি পেয়েছে, দ্বিতীয় ফলাফলে তাদের বেশীরভাগ শিক্ষার্থী বাদ পড়েছে। আবার প্রথম ফলাফলে বৃত্তি পায়নি এমন অনেকে পেয়েছে।
উপজেলার ৯২নং কারারচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম ফলাফলে ৪ জন বৃত্তি পায়। যার মধ্যে দুইজন আপন মিয়া ও নিলয় চন্দ্র ধর ট্যালেন্টপুল এবং অপর দুইজন অংকিতা রাণী ও মিরাজ সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। দ্বিতীয় ফলাফলে তারা সবাই বাদ পড়ে।
এ ব্যাপারে শিবপুর উপজেলা শিক্ষা অফিসার নূর মো. রুহুল ছগির বলেন, ‘ফলাফলের ওপর আমাদের কোনো হাত নেই। আমরা পরীক্ষা নেয়ার পর জেলা অফিসে খাতা পাঠিয়েছি। জেলা থেকে খাতা মূল্যায়ন করে অধিদফতরে পাঠানা হয়ে থাকে। এরপর অধিদফতর ফলাফল প্রকাশ করে।’
দুই রকম ফলাফল বিষয়ে জানতে নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খানের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। একইভাবে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতও কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুরে ফল প্রকাশের পর বিকেলে কারিগরি ত্রুটি হয়েছে জানিয়ে ফলাফল স্থগিত করা হয়। পরে বুধবার (০১ মার্চ) রাতে পুনরায় ফলাফল প্রকাশ করা হয়। দ্বিতীয়বার প্রকাশিত ফলাফলে দেখা যায় ব্যাপক পরিবর্তন।
ডিবিএন/ডিআর/মাহমুদা ইয়াসমিন