নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম :-বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম অংশ সাঙ্গু নদী। নদীটি পার্বত্য চট্টগ্রামে উওরদিকে বৃত্তাকারে বান্দরবানের দিকে প্রবাহিত হয়েছে। পূর্ব দিক দিয়ে বান্দরবানে প্রবেশ করে নদীটি জেলার পশ্চিম দিক দিয়ে বের হয়েছে। প্রায় ২৭০ কিলোমিটার প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
পাহাড়ি ঢালে বয়ে চলা সাঙ্গু দেখতে দারুণ দৃষ্টিনন্দন। উৎসমুখ হতে বঙ্গোপসাগর পর্যন্ত এ নদীর দৈর্ঘ্য ১৭০ কিলোমিটার। বাংলাদেশের অভ্যন্তরে যে কয়টি নদীর উৎপত্তি তার মধ্যে সাঙ্গু নদী অন্যতম। সাঙ্গু নদীর অপার রুপ দেখে মুগ্ধ হবে না এমন লোক পাওয়া ভার। অপুর্ব এ নদীর দুইদিকে পাহাড়ের সারি বর্ষায় পাহাড় বেয়ে নামে ছোট বড় অসংখ্য ছড়া। পাহাড়ের ওপর ভেসে বেড়ায় মেঘ। মনে হয় ঔ চুড়ায় ওঠলে বুজি ছোয়া যাবে, ধরা যাবে, মেঘের মাঝে ভেসে বেড়ানো যাবে। সাঙ্গুর তীরবর্তী পাহাড়ের চুরায় সত্যি জমে থাকে মেঘ।
অপুর্ব সুন্দর এ পাহাড়ি নদীর অপর নাম শঙ্খ। পাহাড়ের কোল বেয়ে একেঁ বেঁকে চলছে কোথাও উন্মত্ত আবার কোথাও শান্ত। এ নদীর দুই তীরে পাহাড়, বন ও ঝর্ণার সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন।
অপরুপ এ নদীতে অল্প খরচে নৌকা ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন। এ নদীর উদার সৌন্দর্য আপনাকে যেমন মুগ্ধ করবে তেমনি মনে এনে দিবে অনাবিল প্রশান্তি।
এখানে নৌকা ভ্রমণের পাশাপাশি নদীর পাড়ে পিকনিকের জন্য রয়েছে সুব্যাবস্হা। তাই ইচ্ছে হলে স্বদলবলে পিকনিকের আনন্দে মেতে উঠতে পারেন।