প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরও ৪ নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্য ৪ নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব বেগম তহমিদা আহমদ, ব্রি. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে, গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা বুধবার (২০ নভেম্বর) রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি শাহাবউদ্দিন তাদের মধ্য থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং ৪ জনকে নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০২ | শনিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি