বাংলাদেশ-জাপানের মধ্যে বড় ধরনের চুক্তি হতে যাচ্ছে। এ মাসের শেষ সপ্তাহে তিন দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে জাপানের সঙ্গে প্রায় ২৫০ কোটি ডলারের ঋণচুক্তি হওয়ার কথা রয়েছে। দেশের ৫ মেগা প্রকল্পের জন্য এই অর্থ ব্যয় করা হবে।রোববার (২৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।মোমেন বলেন, বাংলাদেশে যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাত এবং শিল্পায়নের জন্য জাপান এ ঋণ সহায়তা দেবে।এই ঋণ দিয়ে মাতারবাড়ি সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন ১), বিদেশি বিনিয়োগ সহায়ক প্রকল্প (২), জ্বালানি দক্ষতা ও সুরক্ষা সহায়ক প্রকল্প (পর্যায়-২) ও মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে (৫) অর্থায়ন করা হবে বলে মন্ত্রী জানান।আগামী মঙ্গলবার (২৮ মে) জাপানের উদ্দেশে রওনা দেবেন তিনি। এরপর সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডে যাবেন প্রধানমন্ত্রী।২৮-৩০ মের সফরে শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গোলটেবিল বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। জাপানি উন্নয়ন সংস্থা জাইকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।টোকিওতে জাপানি সম্প্রচারমাধ্যম নিকেই-এর আয়োজনে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আলোচক হিসেবে থাকার কথা রয়েছে আধুনিক মালয়েশিয়ার জনক হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের।
# আর টি ভি