রাজধানীতে যানজট কমাতে নিজের বহরে থাকা ৫২ গাড়ির পরিবর্তে ৮ গাড়ি রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সদস্য কাজী ফিরোজ রশীদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সংসদে প্রধানমন্ত্রী ট্রাফিক বিভাগের উদ্দেশ্যে বলেন, ‘যারা সিগন্যাল নিয়ন্ত্রণ করেন তাদের বলব, বেশি সময় যেন ট্র্যাফিক আটকে রাখা না হয়। ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হলে দুর্ভোগ কিছু কমবে। শিগগিরই ম্যানুয়াল পদ্ধতিতে যানবাহন নিয়ন্ত্রণ বন্ধ করে অটোমেটিক এবং রিমোট কন্ট্রোলের সমন্বয়ে ট্রাফিক সিগন্যাল লাইট অনুযায়ী যানবাহন নিয়ন্ত্রণ শুরু হবে।’
রাজধানীতে যানজটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি বলতে গেলে তো বের হওয়াই ছেড়ে দিয়েছি। আমি বের হলেই ট্রাফিক আটকায়। অফিস এবং কোথাও যদি কর্মসূচি থাকে সেখানে ছাড়া আর কোথাও যাওয়াই হয় না এ জন্যই যে, ট্রাফিক যদি আটকে দেয়।’
শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রীর বহরে ৫২ গাড়ি ছিল। তিনি মোট আটটি গাড়ি রাখার নির্দেশ দিয়েছেন।
সূত্র : সময় নিউজ