জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১১ দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৮ জুন) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
এছাড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী নেতা-কর্মীদের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী গত ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সেখানে তিনি ৪ দিন অবস্থান করেন। ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে ২১ হাজার কোটি টাকার ঋণচুক্তি স্বাক্ষর হয়।
জাপান থেকে প্রধানমন্ত্রী ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ৩ দিনের সফরে সৌদি আরব যান। ওআইসি সম্মেলন শেষে প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করেন। সেখান থেকে শেখ হাসিনা ৪ জুন ফিনল্যান্ড যান। ফিনল্যান্ডে অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক ছাড়াও ফিনল্যান্ড আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
প্রধানমন্ত্রীর তিন দেশ সফর নিয়ে কাল রোববার বিকেল ৫টায় গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।