তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ও পৃথিমপাশা ইউপি সংযোগস্থল মনুনদীর উপর নির্মানাধীন রাজাপুর সেতু প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. আবু জাফর রাজু।
শনিবার (১৯জুন) সকাল ১১ ঘটিকায় নির্মাণাধীন রাজাপুর সেতু এলাকা পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার তাগদা দেন।
এসময় সফর সাথী হয়ে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, কুৃলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায়, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁনসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রাজাপুর সেতুতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেতুটি নির্মাণ কারনে। মৌলভীবাজার সড়ক বিভাগের বাস্তবায়নাধীন কুলাউড়া উপজেলা সদর হতে পৃথিমপাশা – হাজিপুর হয়ে শরিফপুর ইউপি সীমান্তবর্তী চাতলাপুর স্থল বন্দর সড়কের মধ্যবর্তী ১৪ কিলোমিটার দূরত্বে মনুনদীতে রাজাপুর পি.সি গার্ডার সেতুর নির্মাণকাজের প্রায় ৯০% কাজ দৃশ্যমান হয়েছে। সরকারের প্রায় শতকোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতু ও ৭.৫ কি.মি সংযোক্ত সড়ক প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৩০ জুন।