বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার এক উইকেট ফেলেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
প্রথম ওভারের শেষ বলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট নিয়ে উল্লাসে মাতেন তাসকিন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১০ রান। এর আগে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। আজ একটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনর্খি নর্কিয়ে, তাবরাইজ শামসি।