নেপালকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে বাংলাদেশ। এর আগে একটানা তিনবার ফাইনালিস্ট হয়েও শিরোপা জেতার সুযোগ হয়নি বাংলার যুব ফুটবলারদের।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে লিড পায় মারুফুল হকের শিষ্যরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া দূরপাল্লার ফ্রি কিক নেন মিরাজুল ইসলাম। বল ডানপাশের পোস্টে লেগে জালে প্রবেশ করলে স্কোরলাইন দাঁড়ায় ১-০। ৫৪ মিনিটের মাথায় হেডে লক্ষ্যভেদ করে মিরাজ ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন। ৭১ মিনিটের মাথায় বাঁ-প্রান্ত থেকে আক্রমণে ওঠা মিরাজুলের পাসে বল নিয়ে ডান পায়ের জোরালো শটে নিশানাভেদ করেন রাব্বি হোসেন রাহুল।
তবে খেলার ৮১ মিনিটে নেপালের হয়ে সামির তামাং হেডে বল জালে জড়িয়ে ব্যবধান কমান। এদিকে গোটা ম্যাচে ফাউল ও ইনজুরিতে অতি মাত্রায় সময় নষ্ট না হলেও বিস্ময়কর যোগ করা সময় ১০ মিনিট দেওয়া হয়। স্বাগতিকরা সেই সুযোগ মোটেও কাজে লাগাতে পারেনি। উল্টো যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে পিয়াস আহমেদ নোভার ডান পায়ের টোকায় লক্ষ্যভেদ করে আরেকবার ব্যবধান বাড়ায় বাংলার যুব ফুটবলাররা।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৫ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি