এই প্রথমবারের মতো কোন বেসামরিক নাগরিক মহাকাশে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, তিয়ানগং মহাকাশ স্টেশনে ক্রুড মিশনের অংশ হিসাবে চীন প্রথমবার একজন বেসামরিক মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে। এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সমস্ত চীনা মহাকাশচারী পিপলস লিবারেশন আর্মির অংশ ছিলেন।
চীন ম্যানড স্পেস এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তারা যাত্রা করবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার (২৯ মে) বেইজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক এবং চায়না ম্যানড স্পেস এজেন্সির মুখপাত্র লিন জিয়াকিয়াং সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার (৩০ মে) প্রথম বেসামরিক নাগরিককে মহাকাশে পাঠাবে চীন।
প্রসঙ্গত, চাঁদে মানুষ পাঠানোর আশায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ চীন তার সামরিক-চালিত মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। চীন চাঁদে একটি ঘাঁটি তৈরি করার পরিকল্পনাও করছে এবং দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন বলেছে, চীন ২০২৯ সালের মধ্যে একটি ক্রুড চন্দ্র মিশন চালু করবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি