প্রতিষ্ঠাতার স্ত্রীকে চাকুরি না দেয়ায় খুলনার পাইকগাছায় মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কর্তৃক প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে স্থানীয়রা তালা ভেঙ্গে তা উম্মুক্ত করেছে।
উপজেলার সোলাদানা ইউনিয়নের জান্নাতুল আরাবিয়া ভ্যাকটমারি দারুণউলুম মহিলা মাদ্রাসার সপারেন্টডেন্ট আঃ রব জানান, ২০১০ সালে মাদ্রাসা টি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় শওকাত গাজী ও তার স্ত্রী মাহমুদা আক্তার মাদ্রাসার নামে ২ বিঘা জমি দান করেন। সৌদী আরবের একটা সংস্থার ১৬ লাখ টাকার আর্থিক সহায়তায় ঐ সময় প্রতিষ্ঠানটি গড়ে উঠে। কিন্তু করোনা কালীন সময় থেকে প্রতিষ্ঠান টি বন্ধ থাকে।যা সম্প্রতি পুনরায় চালু করা হয়। পিতার মৃত্যুান্তে প্রতিষ্ঠাতা সদস্য হন প্রতিষ্ঠিতার ছেলে মুফতি আব্দুল আজিজ। তার স্ত্রীকে চাকুরি দেয়ার কথা ছিল কিন্তু তা না দেয়ায় শনিবার আব্দুল আজিজ মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে এলাকাবাসী তালা ভেঙ্গে প্রতিষ্ঠান খুলে দেয়। এনিয়ে দেখা চরম উত্তেজনা।
সংবাদ পেয়ে ওসি রফিকুল ইসলাম আব্দুল আজিজ ও অন্যদের থানায় ডেকে তাদের শান্ত থাকতে বলেন এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিস্পতির নির্দেশনা দেন।
এ বিষয় দাতা সদস্যর ছেলে আব্দুল আজিজ জানান, আমার স্ত্রীকে চাকুরি দেয়ার কথা ছিল কিন্তু না দিয়ে নানা তাল-বাহনা করে। একারণে আমি তালা লাগিয়েছি।
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী জানান, মাদ্রাসায় তালা ঝুলানো ঠিক হয়নি। রোববার উভয়পক্ষদের নিয়ে নিস্পত্তির কথা জানিয়ে দিয়েছি।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার আল- আমিন জানন, এরকম কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে সঠিক পদক্ষেপ নেয়া হবে।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৯ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি