কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি পারিবারিক মন্দিরের ৮টি প্রতিমা ভাংচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. সাইদুল আরিফ।
আজ বুধবার দুপুরে তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল রায়পাড়া গ্রামে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত মন্দির ও প্রতিমা গুলো দেখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত চার পরিবার ও তাদের মন্দির, প্রতিমা সংস্কারের ব্যাপারে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন।
এ সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, সোমবার অজ্ঞাত দূর্বৃত্তরা রাতের আধারে ওই গ্রামের ভবেশ চন্দ্র বর্মণ, বিনয় চন্দ্র বর্মন, ধীরেন্দ্র নাথ বর্মণ ও বীরেন্দ্র নাথ বর্মনের বাহির উঠানে অবস্থিত পারিবারিক মন্দিরে হামলা চালিয়ে চারটি মন্দিরের ভেতরের মোট আটটি প্রতিমার অঙ্গপ্রত্যঙ্গ ভাংচুর করে। এ ঘটনায় তোলপাড় শুরু হলে সোমবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি