নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের বালাগঞ্জ উপজেলায় সন্তানের হাতে প্রতিনিয়ত অত্যাচারের শিকার কৃপাময় চক্রবর্তী (বেনু ঠাকুর)। তাঁর বয়স ৮৫ বছর। তাঁর ছেলে কৃষ্ণপদ চক্রবর্তী (সুমন) দ্বারা নির্যাতিত হয়ে তিনি এখন পর্যন্ত জনপ্রতিনিধি এবং থানাতে গিয়ে মামলার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোন রকম প্রতিকার পাননি।
কৃপাময় চক্রবর্তী আরো বলেন, আমার সন্তান সুমন ১৯৯৯ সন থেকে শুরু করে এস সি পরীক্ষার ৬ বার দেন ৩ বার বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে ও , বাংলা বাজার উচ্চ বিদ্যালয় ৩ বার দিয়ে ও পাশ করতে পারে নি। তার পর নিজ অর্থে দোকান ইত্যাদি ভেরাইটিজ ষ্টোর নামক প্রতিষ্ঠান দিয়ে দেই। কিন্তু কিছু দিন যেতে না যেতেই গাফলা নামক (জুয়া) খেলে ব্যবসা প্রতিষ্ঠান খুইয়ে দেয়। তার পর আবারো ব্যবসার জন্য চাপ দিতে থাকে। পরিবারে নিয়মিত মা বাবার উপর শারীরিক নির্যাতন প্রতিনিয়ত করে আসছে। এমন নির্যাতন, জ্বালা সহিতে না পেরে নিজ অর্থে আবার ব্যবসা প্রতিষ্ঠান করে দেই। জনপ্রতিনিধি দের দ্বারে দ্বারে ঘুরে ও কোন ফল পচ্ছিনা। বৃদ্ধ বয়সে আর সইতে পারছি না, সুমনের পেছনে অদৃশ্য শক্তি ও একজন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে এজন্য আমার বিষয়ে কেউ পাত্তা দেয় না। আমার সন্তান তার মধ্যে নেশা করা শুরু করে দেয়। এজন্য আরো বেশী টাকার জন্য শারীরিক নির্যাতন বেশি করে। এখন মৃত্যু হলে ভালো মনে করি।