স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শনিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ার থেকে কামরুজ্জামান রনি নামের এক সাংবাদিক কে চেক প্রতারনার মামলায় আটক করে কোতয়ালি থানা পুলিশ।
রনির বিরুদ্ধে দুটি চেক প্রতারণার অভিযোগে সাজা পরোয়ানা ছিল।
তার বিরুদ্ধে এনআই অ্যাক্টের দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন বলে জানা গেছে।
কামরুজ্জামান রনি নগরীর জামালখানের আম্বিয়া শিরিন ভবনের ‘চট্টলা২৪’ নামের একটি অনলাইন পোর্টালে কাজ করেন। মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তি এই পোর্টালের চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, ‘কামরুজ্জামান রনির বিরুদ্ধে এন আই এক্টে দুটি মামলায় আদালত সাজার আদেশ দিয়েছেন। তাকে আমরা সাজা পরোয়ানা আমলে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। আদালত তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।’