ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ভারতের সাধারণ প্রজাতন্ত্র দিবসের আগের দিন শুক্রবার রাষ্ট্রপতি ভবনের তরফে এই কথা ঘোষণা দেওয়া হলো।
ভারতের সর্বোচ্চ এই সম্মান পেয়ে আপ্লুত প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘আমি দেশকে যা দিয়েছি, তাঁর থেকে অনেক বেশি সম্মান পেয়েছি। সমগ্র দেশবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভারতবাসীকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে এই সম্মান গ্রহণ করছি।’
এই ঘোষণার পরই ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি টুইটারে লেখেন, ‘দশকের পর দশক ধরে ভারতের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন প্রণব মুখোপাধ্যায়। প্রণবদা দারুণ রাজনীতিবিদ। তাঁর জ্ঞান, দূরদর্শিতা দেশের উন্নয়নে সর্বাত্মকভাবে সাহায্য করেছে। তাঁকে ভারতরত্ন দেওয়ায় আমি খুশি।’
প্রণব মুখোপাধ্যায় ‘ভারতরত্ন’ পাওয়ায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর টুইটারে লেখেন, ‘ভারতরত্ন সম্মান পাওয়ায় প্রণবদাকে অভিনন্দন। জনসাধারণের কাজে ও দেশগঠনে তাঁর ভূমিকা আজ স্বীকৃতি পেয়েছে। প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের লোক। তাঁকে সম্মানিত করায় গর্বিত কংগ্রেস।’
প্রণব মুখোপাধ্যায় ‘ভারতরত্ন’ পাওয়ায় কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় লিখেছেন, ‘পরিবারের জন্য গর্বের মুহূর্ত।’
এদিন প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সংগীতশিল্পী ভুপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজি দেশমুখকেও ‘ভারতরত্ন’ দেওয়ার কথা ঘোষণা করা হয়।