“সাতক্ষীরায় স্ত্রীর দাবী প্রেমিকের বাড়ি থেকে নিয়ে থানায় মঞ্জিলা” শিরোনামে ১০ জুলাই বুধবার ভয়েস অফ সাতক্ষীরা অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশ করা হয়। যেখানে একটি অংশে মঞ্জিলা নামক মেয়েটির নাম উল্লেখ করে প্রকাশ করা হয় যে, সেটা জানান বুধবার সকালে প্রেমিক আবু সাঈদের পরিবারের লোকজন তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাদের আত্মীয় ইমরান বলেছে “বাড়িঘর ভাংচুর করা হবে। থানা থেকে অভিযোগ না তুললে তোর খবর আছে। কে তোকে ঠেকায় আমি দেখবো”।
প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই সংবাদ প্রকাশিত হওয়ার স্থানীয় মহিলা মেম্বার আমেনা বেগম এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন মঞ্জিলা নামক মেয়েটির বিষয়টি মিডিয়াতে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে আসলে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছে সেটা আমার বোধগম্য নয়। কিন্তু আসলে তাদের মধ্যে কোন সম্পর্ক ছিল কি না এব্যাপারে তিনি কিছুই জানেন না। ছেলেটি অত্যন্ত ভদ্র প্রকৃতির, গ্রামের সবাই তাকে খুব ভালো জানে।
স্থানীয় চেয়ারম্যান মজনু মোল্লার সাথে কথা বললে তিনি বলেন, “ইমরান আমার খুবই পরিচিত, তাদের পরিবারের সবাই খুবই আন্তরিক। তাদের পরিবারের কেউ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতেই পারে না। কিছু অনলাইন পোর্টাল একটু বেশি পিড়াপিড়ি করছে।”
ভুক্তভোগী পরিবারের সদস্য ইমরান এর সাথে কথা বলে জানা যায় যে, ঐ মেয়ে মঞ্জিলাকে ঢাল হিসেবে ব্যবহার করে কতিপয় সাংবাদিক পরিচয়ধারী কিছু ব্যক্তি আমাদের পরিবারের কাছে অর্থ দাবি করছে। আমরা দিতে অস্বীকৃতি জানাই এবং বলি আইনগত ভাবেই এই বিষয়টি সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করবো। তারা আমাদের নামে বিভিন্ন হয়রানি মূলক সংবাদ পরিবেশন করার হুমকি দিয়েছে। তারই ধারাবাহিকতায় এই সংবাদ প্রকাশ করা হয়েছে। আমি এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইতি,
ইমরান হোসেন,
গ্রামঃ-বাশঘাটা, পোষ্টঃ-বাবুলিয়া, সাতক্ষীরা।