গতকাল শনিবার (২৮ জানুয়ারি) জিরোনার মাঠে লা লিগার ম্যাচটিতে বার্সা ১-০ গোলে জিতেছে। এর ফলে সব প্রতিযোগিতার মিলিয়ে টানা আট ম্যাচ জিতেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচজুড়ে ছিল বার্সেলোনার আধিপত্য। মাঠের শক্তিমত্তায় এগিয়ে থাকলেও কাতালান ক্লাবটি গোল করেছে একটি, যেটি এসেছে পেদ্রির পা থেকে। এর মধ্য দিয়ে জিরোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
এদিকে পুরো মাঠ দখলে রাখলেও খেলার পঞ্চাশ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। উসমান দেম্বেলের একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৬১ মিনিটে বার্সার করা গোলে ভূমিকা রাখেন জর্দি আলবা। এই ডিফেন্ডারের একটি শট ঠেকালেও তালুবন্দি করতে পারেননি গোলরক্ষক। ফাঁকা পোস্ট পেয়ে গোল করেন মিডফিল্ডার পেদ্রি। তার কিছুক্ষণ পর জিরোনার মার্তিনেস গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর কোনো দলই আর গোল দিতে পারেনি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উল্লেখ্য, ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান