অর্থনীতি ডেস্কঃ পেঁয়াজের আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। প্রতি কেজিতে কমেছে ৪ থেকে ৫ টাকা। মঙ্গলবার (১৯ অক্টোবর) হিলি স্থলবন্দর সুত্রে এ তথ্য পাওয়া যায়।
হিলি স্থলবন্দরের পাইকারি বাজার সুত্রে জানা গেছে, প্রতি কেজি ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ টাকা থেকে ৩৫ টাকায়। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানিয়েছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে তারা বেশি বেশি পেঁয়াজ আমদানি করছেন। ক্রেতা না থাকায় আমদানিকৃত পেঁয়াজ নিয়ে বিপাকে বিক্রেতারা। অতিরিক্ত গরমে নষ্ট হচ্ছে পেঁয়াজ।
এছাড়া, পূজার আগে মজুত করে রাখা পেঁয়াজও এখনো বিক্রি করতে পারেনি তারা। এ অবস্থায় কম দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।