দেশের বাজারে বিগত একমাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ৫০ শতাংশ ও আর আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে ২৯ শতাংশ। পিছিয়ে নেই রসুনও। এক মাসের ব্যবধানে দেশি রসুনের দাম বেড়েছে ৭২ শতাংশ। আমদানি নির্ভর পণ্য আদার দাম গত এক মাসে বেড়েছে ২৮ শতাংশ। (টিসিবির তথ্য অনুযায়ী)
এ হিসেব মতে বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এক মাস আগেও এই পেঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪৫ টাকা। আর পেঁয়াজের আমদানি বন্ধ থাকলেও ব্যবসায়ীদের কাছে আমদানি করা যে পেঁয়াজ ছিল, তা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এদিকে ঢাকার বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৮০ টাকা কেজি। আমদানি করা রসুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা। তবে বাজারে এই রসুনের দাম কেজিতে আরও ১০ থেকে ২০ টাকা বেশি দেখা গেছে।
অন্যদিকে, আমদানি নির্ভর পণ্য আদার দাম কেজিতে সর্বোচ্চ পড়ছে ৩২০ টাকা। খুচরা দোকানে দাম আরও কিছুটা বেশি—৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি। আর দেশি আদার সামান্য যা বাজারে আসে তার কেজি ২২০ থেকে ২৪০ টাকা।
এছাড়া, সরকার নতুন করে আবারও সয়াবিনের দাম নির্ধারণ করেছে। এক লিটার বোতলজাত সয়াবিনের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৯৯ টাকা। চিনির বাজারের অস্থিরতা আর কাটছেই না যেন। সরকার নির্ধারিত ১০৪ টাকা দরের চিনি এখন খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি