ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ১শ জন কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, আমাদের দেশে পেঁয়াজ নিয়ে অনেক রাজনীতি হয়। কখনো দাম কমে কখনো বাড়ে তা সহনীয় পর্যায়ে রাখতে পেঁয়াজ বেশি বেশি আবাদ করতে হবে। এ জন্য সরকার কৃষকদেরকে বিনামূল্যে বীজ, সার, ছত্রাকনাশক ও কীটনাশক বিতরণ করছেন, আপনারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন।
এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিএনপি ইউনিয়ন সভাপতি মনতাজ আলী ও কৃষি প্রনোদনা নিতে আসা সুবিধাভোগী প্রান্তিক কৃষকবৃন্দ।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৩ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি