প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া)
Longest Chain of Safety Pins নামক ব্যানারে পৃথিবীর সবচেয়ে বড় চেইন তৈরি করলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের স্বর্গীয় জগদীশ চন্দ্র দেবের বিএসএস পড়ুয়া ছোট ছেলে পার্থ চন্দ্র দেব। পার্থ জানায়, তার বড় ভাই জয়ন্ত চন্দ্র দেব ও তার বৌদির অনুপ্রেরণায় ৪৫ দিনে সে তার চেইন তৈরির কাজ সমাপ্ত করে। এ কাজে সে ২৪১ ঘন্টা ৪২ মিনিট সময় ব্যয় করে। প্রমাণ হিসেবে সে তার সিসি ক্যামেরাকে পুরো সময় তার কাজের জন্য ব্যবহার করে। পুরো কাজটি কারো সাহায্য ছাড়া নিজে নিজেই সম্পন্ন করে সে। আজ সে তার এই কাজটি ফান্দাউক শ্রী শ্রী পাগল শংকর মন্দির প্রাঙ্গণে আজ দুজন সাক্ষী রাজীব আচার্য্য ( প্রভাষক) লাখাই সরকারি কলেজ ও পল্লব হালদার ( সহকারী শিক্ষক) ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় কে নিয়ে এবং সার্ভেয়ার মারজান শাহ্কে সাথে নিয়ে এর পরিমাণ নির্ধারণ করে। এটি প্রায় আড়াই কিলোমিটার লম্বা হয়। ২০১৮ সালে ভারতের গুজরাটের হার্শা নান ও নাভা নান সবচেয়ে বড় চেইন তৈরির রেকর্ডের মালিক। তারা প্রায় পৌনে দুই কিলোমিটার দৈর্ঘ্যের চেইন করেছিলেন। তাদের সেই কীর্তি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পায়। পার্থও চায় তার নাম ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে স্থান পাবে।