আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব ইউক্রেনে নতুন রুশ হামলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সতর্কবার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ডনবাসে নতুন হামলার জন্য রাশিয়ান সৈন্যদের জড়ো করা হয়েছে। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি।
এছাড়া রাজধানী কিয়েভ এবং আরেকটি প্রধান শহর চেরনিহিভে সামরিক অভিযান কমানোর আলোচনার বিষয়ে রাশিয়ার বিবৃতিতে সংশয় প্রকাশ করেছেন তিনি।
জেলেনস্কি বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না, আমরা কারও মুখের সুন্দর কথা বিশ্বাস করি না। শহরগুলোতে সামরিক তৎপরতা কমিয়ে দেবে বলে রাশিয়ার ঘোষণা বিশ্বাস করার কোনও কারণ নেই। এই প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর রাশিয়ান বাহিনী কিয়েভ ও চেরনিহিভের ওপর হামলা চালিয়েছে। ডনবাস অঞ্চলে তীব্র হামলার পাশাপাশি ইরপিনেও মারাত্মক হামলার খবর পাওয়া গেছে।
এদিকে নিজেদের ভূখণ্ড রক্ষায় ইউক্রেনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা কিছুই ছাড়ব না। আমরা আমাদের প্রতি মিটার ভূমি এবং প্রতিটি ব্যক্তির জন্য লড়াই করব।
অন্যদিকে, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনের অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।
উল্লেখ্য, গত ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনের এক হাজার ১৭৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা এবং রাশিয়ার ১৭ হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ সেনা নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
সূত্র : বিবিসি।