অন্ততপক্ষে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতা থাকবে পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
অত্যাধুনিক স্টেডিয়ামটিতে থাকবে পাঁচ তারকা হোটেল, সুইমিংপুল সহ আন্তর্জাতিক ক্রিকেটারদের সকল ধরনের সুবিধাদি।
সুবিশাল ক্রিকেট কমপ্লেক্সের কারণে পূর্বাচল স্টেডিয়াম বিশ্বের অন্যতম সুন্দর ও অত্যাধুনিক স্টেডিয়াম হয়ে উঠবে বলে প্রত্যাশা ক্রিকেট বোর্ডের।
রাজধানীর পূর্বাচলে অত্যাধুনিক একটা ক্রিকেট স্টেডিয়াম নির্মানের সব পরিকল্পনা চুড়ান্ত। বিসিবি সরকারের কাছ থেকে নামমাত্র মুল্যে পূর্বাচলে স্টেডিয়াম ও ক্রিকেট স্থাপনা নির্মানের জন্য ৩৭.৪৯ একর জমি পেয়েছে।
সবকিছু পরিকল্পনা মতো এগুলো তিন বছরের মধ্যেই পূর্বাচলে বিসিবি নিজস্ব মালিকানার স্টেডিয়াম পাচ্ছে।
বিসিবির নির্বাহী কমিটির সভা শেষে শনিবার সভাপতি পাপন সাহেব বলেন-‘ বিসিবির নামে এই জমি বরাদ্ধ করার জন্য সভায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। স্টেডিয়ামের ডিজাইন ও কনসাল্টেন্সির জন্য আমরা আর্ন্তজাতিকভাবে দরপত্র আহবান করবো। এজন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। সবকিছু ঠিক মতো চললে আগামী তিন বছরের মধ্যেই আমরা এই স্টেডিয়ামটি সম্পূর্ণ করতে চাই।’