বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, চলমান পরিস্থিতিতে দেশের নিপারপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে। যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।
আজ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৩ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ এমআরবি