ডঃ জাবেদ পাঠোয়ারী আই, জি, পির দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিলেন পুলিশ বাহিনী কে মানবিক বাহিনী হিসেবে গঠন করা হবে। আমরা অনেকে হয়ত এ কথার মর্মাথ অনুধাবন করিনি। বর্তমান করোনা মহামারির সময় মৃত্যু ঝূঁকি নিয়ে এগিয়ে আসা, ত্রান বিতরনে অংশগ্রহন করা এবং দিনরাত জনগনকে সচেতন করার জন্য রাস্তাই থেকে দায়িত্ব পালন করা এ সবই প্রমান করে আমাদের পুলিশ বাহিনী মানবিক বাহিনী হয়ে উঠছে। করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে যেখানে ছেলে আর স্বামি মিলে বৃদ্ধ মহিলা কে জঙ্গলে রেখে আসছে, আত্মীয় স্বজন কেউ করোনায় আক্রান্ত মৃত বাক্তির জানাজা পড়তে আসছে না, এলাকাই দাফনে বাধা দিচ্ছে, সেখানে পুলিশ বাহিনি সম্পূর্ন ব্যাতিক্রম। পুলিশ বাহিনি মৃত্যু ঝুঁকি নিয়ে লাশের জানাজা, দাফন-কাফন সবি করছে। করোনা মহামারিতে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত (২৪ শে এপ্রিল পর্যন্ত) ১১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে এবং ৬৫২ জন পুলিশ সদস্যকে কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে যার মধ্যে নারী পুলিশ সদস্য ও রয়েছে। যেটি এ বাহিনীতে সম্পূর্ন নতুন মাত্রা যোগ করেছে। তবে উন্নত বিশ্বের সাথে তুলনা করলে আমাদের পুলিশ বাহিনীকে আর ও পেশাদারি হতে হবে। লোভ লালসার উর্ধে উঠে কাজ করতে হবে।
আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে নৈরাশ্যবাদীদের দলে আমি নই। আমি আশাবাদী হতে চাই নবনিযুক্ত আই, জি, পি মহোদয় ডঃ বেনজীর আহমেদ কে নিয়ে। তিনি ডি, এম, পি কমিশনার থাকাকালীন তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। র্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর অসংখ্য সফলতা রয়েছে। জঙ্গি দমনে র্যাব যে যুগান্তকারি ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। জঙ্গি দমনে সরকারের দৃঢ় অবস্থানের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তৎকালিন র্যাব প্রধান (বর্তমান আই, জি, পি)। র্যাবের দুর্দান্ত সব অপারেশনে বেশিরভাগ জঙ্গি ধরা পড়েছে, জঙ্গি নেটওয়ার্ক ভেঙ্গে পড়েছে এবং জঙ্গিদের মদদ দাতা ও অর্থদাতারা পিছু হটতে বাধ্য হয়েছে। এ রকম অসংখ্য সফলতার উদাহরন আই, জি, পি মহোদয়ের রয়েছে। একদিকে তিনি দক্ষতার সাথে বাহিনী পরিচালনা করেছেন অন্যদিকে কোন র্যাব সদস্য অন্যায় কাজে জড়িয়ে পড়লে আইনী পদক্ষেপ নিয়েছেন। এমন সময় তিনি আই, জি, পির দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যে সময় তাঁর পুলিশ বাহিনী করোনা মোকাবেলার চ্যালেঞ্জের মুখোমুখি। দায়িত্ব নিয়েই তিনি ঘোষনা দিয়েছেন এই মহামারি মোকাবেলাই হবে এ মুহূর্তে প্রথম কাজ। আমরা তাঁর কথাই আস্থা রাখতে চাই। আই, জি, পি মহোদয়ের নেতৃত্বে পুলিশ বাহিনী মানবিক হওয়ার সাথে সাথে পরিপূর্ণ পেশাদার বাহিনীতে পরিনত হবে সেই আশা জনগনের।
এম হাবিবুর রহমান
চীফ এঢিটর