মৌলভীবাজারের কুলাউড়ায় আন্ত:জেলা ডাকাতদলের সদস্য, কুখ্যাত ডাকাত ইকবাল হোসেন (৪৫) সহ বিভিন্ন মামলার ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার গভীররাতে থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযানকালে উপজেলার ভাটেরা এলাকা থেকে কুখ্যাত ডাকাত ইকবালকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ০৯ জন এবং রাজনৈতিক মামলার দুইজন সহ সর্বমোট ১১ জন আসামিকে গ্রেপ্তার করে।
এছাড়াও ভারতীয় দুই নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি’র হাতে আটক হয়। তারা হলেন-ভারতের ত্রীপুরা রাজ্যের ঊনকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। একই দিন এই দুই আসামিকে বিধি মোতাবেক মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, শনিবার আটককৃতদের পুলিশি প্রহরায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৭ | মঙ্গলবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি