উজানের পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে নদীর দু’কূল উপচে সুনামগঞ্জের সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ধর্মপাশাসহ প্লাবিত হয়েছে পুরো হাওরাঞ্চল। এতে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন লক্ষাধিক মানুষ। এদিকে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এদিকে পানিবন্দি হয়ে পড়ায় চরম বিপাকে হাওরাঞ্চলবাসী।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিদ্দিক ভূঁইয়া বলেন, সুনামগঞ্জে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বন্যাকবলিত এলাকার মানুষের সাহায্যার্থে প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।
সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল প্রস্তুতি নেয়া আছে।