নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া প্রামানিক পাড়া নামক স্থানে পুত্রের দা‘এর কোপে পিতা সাবুল (৫২) নিহত হয়েছেন।
১৩ (নভেম্বর) বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রামানিকপাড়া নিজ বাড়িতে খড়ের গাঁদার জায়গা নিয়ে পিতা-পুত্রের বাগবিতর্কের এক পর্যায়ে এ ঘটনাটি ঘটে।নিহত সাবুল প্রামানিক পাড়া গ্রামের মৃত সাইফুলের পুত্র।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল ১৩ (নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে সাবুল এবং তার পুত্র সিদ্দিকের বাড়ি সংলগ্ন আবাদি জমিতে খড়ের গাঁদা দেওয়ার জায়গা নিয়ে বাগবিতর্ক হয়, বাগবিতর্কের এক পর্যায়ে সাবুল তার পুত্রকে মারধর করে, মারধর দেখে সিদ্দিকের স্ত্রী আমেনা এগিয়ে আসলে সাবুল তার বৌমার পায়েও আঘাত করে। এমতাবস্থায় সিদ্দিক তার পিতা সাবুলকে ধারালো দা দিয়ে দুই হাতের কবজিতে কোপ দেয় এবং পিঠের দিকেও কোপ দিয়ে মারাক্তক জখম করে।সাবুল তাৎক্ষনিক মাটিতে লুটিয়ে পরলে চিৎকার চেচামেচিতে এলাকাবাসী কয়েকজন এসে সাবুলকে রক্তাত্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে অর্ধেক রাস্তায় সাবুল মৃত্যুবরণ করে।
এদিকে সাবুলের পুত্র সিদ্দিক তার বাবাকে জখম করার পর থেকেই পলাতক রয়েছে।
জানা যায়, সাবুলের মোট ৫ জন স্ত্রী রয়েছে।সিদ্দিক সাবুলের ১ম স্ত্রীর পুত্র এবং সাবুল তার অন্য আরেকজন স্ত্রীকে নিয়ে তার পুত্র সিদ্দিকের সাথে একত্রে বসবাস করে আসছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম ঘটনার বিষয়টি সত্যতা জানিয়ে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সিদ্দিককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৪:০৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি