বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলায় নজিরবিহীন পদোন্নতির ঘটনা দেখতে পাওয়া গেছে গত গত ১৫ আগস্ট। ওইদিন ৫ কর্মচারীকে নিরাপত্তা সহকারী ও অফিস সহায়ক পদ থেকে সরাসরি সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন খন্দকার সাবিউন নাহার নামের এক কর্মচারী, যিনি একজন অফিস সহায়ক ছিলেন। একইভাবে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন ক্রয় সহকারী মো. সেলিম। সাঁটলিপিকার মো. আবু তাহের তালুকদারকেও সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) করা হয়েছে। একই পদে পদোন্নতি পেয়েছেন ভান্ডার সহকারী বেগম আয়েশা আক্তার খাতুন এবং নিরাপত্তা সহকারী মো. গিয়াসউদ্দিন।
পেট্রোবাংলার এক অফিস আদেশে বলা হয়, নবম গ্রেড পাওয়া এই পাঁচজন মূল বেতন পাবেন ২২ হাজার টাকা, বাড়িভাড়া মিলিয়ে তারা পাবেন ৫৩ হাজার ৬০ টাকা।
এদিকে এ বিষয়ে গণমাধ্যমকে পেট্রোবাংলার দুইজন মহাব্যবস্থাপক জানান, পেট্রোবাংলার চাকরি বিধিমালা ও সরকারের বিধিমালার সঙ্গে মিল রেখে এটা করা হয়নি। এগুলো জোর করে নেয়া হয়েছে। এটা খুবই খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো। আর পিয়ন পদে যোগদান করে নবম গ্রেডে আসার সুযোগ নেই। তারপরে এটা কীভাবে হলো, সেটা আমরা বুঝতে পারছি না।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৫ | শুক্রবার
ডিবিএন/এসই/ এমআরবি