কাতার বিশ্বকাপ জিতে লম্বা সময়ের জন্য ছুটিতে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যার কারণে পিএসজির হয়ে বেশ কয়েকটা ম্যাচ মিসও করেন খুদে এই জাদুকর। তবে ছুটি শেষে প্যারিসে ফিরে খেলেছেন ম্যাচ, পেয়েছেন গোলের দেখাও।
সবশেষ সৌদি আরবে মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াদ অলস্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ম্যাচের প্রথম জালের দেখাও পান তিনিই। কিন্তু ছন্দে থাকার মধ্যেই আবারও মাঠের বাইরে চলে গেলেন ৩৫ বছর বয়সী এই খুদে জাদুকর।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোমবার (২৩ জানুয়ারি) রাতে ফ্রেঞ্চ কাপের ম্যাচে পায়েস দ্য কাসেলের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। কিন্তু সেই ম্যাচের জন্য ঘোষিত ২২ সদস্যের দলে নেই মেসি। এছাড়া দলটির নিয়মিত গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মাকেও বাইরে রাখা হয়েছে।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টারে ডাচরা
মেসি-দোন্নারুম্মা না থাকায় পায়েস দ্য কাসেলের বিপক্ষে মাঠে নামবেন নেইমার-এমবাপ্পেরা। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে ছাড়া দল ঘোষণা করায় ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে, তবে কি আবারও ইনজুরিতে পড়লেন মেসি? যদিও রিয়াদ অল-স্টারের বিপক্ষে প্রীতি ম্যাচে সেরকম কোনো ইনজুরিতে পড়তে দেখা যায়নি তাকে। ধারণা করা হচ্ছে, পায়েস দ্য কাসেলের বিপক্ষে মেসিকে মূলত বিশ্রাম দেওয়া হয়েছে।
✪ আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: মেসির রুমকে জাদুঘর বানাচ্ছে কাতার বিশ্ববিদ্যালয়