তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে। তাই মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি টিলা এলাকায় সর্তকতামূলক প্রচারাভিযান চালালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মঙ্গলবার বিকালের দিকে তিনি কমলগঞ্জের উপজেলার রাজটিলা এলাকায় পাহাড়ের উঁচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং টিলা ধসে দুর্ঘটনারোধে সবাইকে সচেতন করেন। তিনি সেখানে থাকা সরকারি জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আব্দুল মতিন প্রমুখ।