মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি কুরঞ্জি এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে দিপেন মুন্ডা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কুরমা চা বাগান এর ফাঁড়ি কুরঞ্জি এলাকার প্রসাদ মুন্ডার ছেলে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে উপজেলার কুরঞ্জি পুঞ্জির পাহাড়ি ছড়া থেকে যুবকের এ লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সূত্রের বরাতে জানাযায়, কুরঞ্জি পুঞ্জির কাছে পাহাড়ি ছড়ায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে জানাযানি হয়। পরে স্বজনেরা সেখানে গিয়ে লাশটি দেখলে দ্বীপের মুন্ডার বলে শনাক্ত করেন।
কমলগঞ্জ থানাকে বিষয়টি অবগত করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত দ্বীপেনের বাবা প্রসাদ মুন্ডা বলেন, ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না তা জানা নেই। শেষকৃত্যানুষ্ঠান শেষে মামলা করা হবে।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।
আজ ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২০শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৫৮ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি