নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেছে শুক্রবার।
গনভবনে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ও সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্হানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ৪১ জনের নাম চুরান্ত করা হয়
তবে এর মধ্যে নারায়নগন্জের নাম নেই।তাই ধারণা করা হচ্ছে এখানে জাতীয় পার্টির কাউকে দেয়া হবে।আর সেদিক দিয়ে এগিয়ে আছেন পারভীন ওসমান।এর আগে ৯ জানুয়ারি পারভীন ওসমান সহ ৪ জনকে মনোনয়ন দেয় জাতীয় পার্টি। জানা গেছে সংরক্ষিত নারী ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগ ৪৩ টি পেলেও ৪১ জন কে মনোনয়ন দিয়েছে তারা।বাকি ২ টি আসন শরীকদের জন্য ছেড়ে দিতে পারে।এছাড়া জাতীয় পার্টি ৪ টি ও বিএনপি ২ টি ও সতন্ত্র ১ টি আসন পাবে।
৯ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ দলের ৪ জন কে মনোনয়ন দেয়।এর মধ্যে নারায়নগন্জ এ মনোনয়ন পান পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।
পার্টির স্হানীয় একাধিক নেতা জানান, জাতীয় পার্টিতে সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত নাসিম ওসমানের অনেক অবদান রয়েছে। তার পুরুস্কার স্বরুপ পারভীন ওসমান কে মূল্যায়ন করেছে পার্টির চেয়ারম্যান।