সুনামগঞ্জ প্রতিনিধিঃ পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জ (পুসাস) নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ২০২১-২২ খ্রিস্টাব্দের জন্য গঠিত কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালেদ মাহমুদ সাইফুল্লাহ্-কে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম সেজান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শনিবার (২১ আগস্ট) সংগঠনের বার্ষিক সাধারণ সভায় ২০২০-২১ খ্রিস্টাব্দের সভাপতি সব্যসাচী নিলয় এবং সাধারণ সম্পাদক ঐশী দাস স্বাক্ষরিত পত্রে এই পরিষদ আগামী এক বছর মেয়াদের জন্য অনুমোদন করা হয়। এই নির্বাহী পরিষদের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ অম্লান।
নতুন সভাপতি খালেদ মাহমুদ সাইফুল্লাহ্ এবং সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম সেজান।
নতুন নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি শাহ রিয়াজ হাসান নাবিল এবং সঙ্কর্ষণ তালুকদার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক অদিতি দাস বর্ণা এবং আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক (সাধারণ) আতিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) অর্নব পাল, সাংগঠনিক সম্পাদক (সভা) সামিরা আক্তার প্রমি, সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) মাহফুজা ইসলাম চাঁপা, প্রচার সম্পাদক আশহার ইনতেযাম তাহবির, সহ প্রচার সম্পাদক মোস্তফা নুরুজ্জালাল হীরা, দপ্তর সম্পাদক সাইফুর রহমান মিলন, অর্থ বিষয়ক সম্পাদক নাঈমুস সাকিব, সেমিনার বিষয়ক সম্পাদক অভিষেক দাস অনিক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৌরভ তালুকদার, সমাজসেবা ঋতুরূপা তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্জন রায়, শিল্প বিষয়ক সম্পাদক নন্দিনী কর্মকার প্রাচী, উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল হাসান জিহাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শুভেন্দু দাস আবির, পরিবেশ বিষয়ক সম্পাদক জহুরা আক্তার মিম ।
উক্ত নির্বাহী পরিষদে বিভিন্ন বিষয়ে ২০ জন উপ-সম্পাদক এবং আরো ৩৪ জন কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও এই বার্ষিক সাধারণ সভায় সকল প্রতিষ্ঠাতা সদস্যের স্বাক্ষরসহ সংগঠনের গঠনতন্ত্র গৃহিত এবং অনুমোদিত হয়।