গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ পান্তের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হতে ৩ থেকে ৬ মাস সময় লাগতে পারে। এই সময়ে বেশ কয়েকটি সিরিজে মাঠে নামা হবে না ভারতের উইকেটরক্ষকের।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পান্তের অবস্থা নিয়ে এই কথা বলেছেন ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম। তার কথায় নিশ্চিত নয় যে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন পান্ত। তবে মনে করা হচ্ছে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে পারবেন না তিনি।
আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল।
রোববার (১ জানুয়ারি) ক্রীড়া বিভাগের ডাক্তার কামার আজম বলেন, ‘লিগামেন্টে যে ধরনের চোট রয়েছে, সেটা সারতে পান্তের অন্তত তিন থেকে ছয় মাস সময় লাগবে। চোটের অভিঘাত গুরুতর হলে, আরও বেশি সময় লাগবে। পূর্ণাঙ্গ চোটের রিপোর্ট পেলেই কেবল সঠিক সময় বলা যাবে।’
বর্তমানে দেরাদূনের হাসপাতালে চিকিৎসাধীন আছেন রিশভ পান্ত। হাসপাতালে পন্তের সঙ্গে তার মা-ও রয়েছেন।’