কারোর কাছে ভুলে পাঠানো বার্তা Edit করার সুবিধা নিয়ে এসেছে গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে নতুন ফিচার নিয়ে এসেছে Whatsapp (হোয়াটসঅ্যাপ) কর্তৃপক্ষ মেটা। ভুলে পাঠানো বার্তা ফেরত না এনেই সম্পাদনা বা Edit (এডিট) করার সুবিধা চালুর ঘোষণা দিয়েছে Whatsapp (হোয়াটসঅ্যাপ)। ‘Edit (এডিট)’ নামের এ সুবিধা পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের তথ্য মতে, এডিট সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের পাঠানো যেকোনো বার্তার বানান পরিবর্তনসহ তথ্য যুক্ত করতে পারবেন। তবে মন চাইলেই যেকোনো সময় বার্তার তথ্য Edit করা যাবে না। বার্তা পাঠানোর ১৫ মিনিটের মধ্যে Edit করতে হবে। কিন্তু চাইলে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনাও করা যাবে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এর মাধ্যমে তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের পাঠানো বার্তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দিতে চায় Whatsapp (হোয়াটসঅ্যাপ)। ফলে নিজেদের পাঠানো বার্তায় আরও বেশি নিয়ন্ত্রণ মিলবে।
Edit (এডিট) সুবিধার ব্যবহারপদ্ধতিও বেশ সহজ। বার্তা সম্পাদনা বা Edit করার জন্য চ্যাটবক্সে থাকা নির্দিষ্ট বার্তার ওপর কিছুক্ষণ চেপে ধরে মেনু অপশন থেকে Edit সুবিধা নির্বাচন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করলেই বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো বার্তার পাশাপাশি গ্রুপের বার্তাও পরিবর্তন করা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।