ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় পাটগ্রামে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক নিয়ন্ত্রনে পুলিশ যে সাড়াশি অভিযান শুরু করেছে তার অংশ হিসাবে এই গ্রেফতার।
গেল বৃহস্পতিবার, ২৩ জুলাই উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ভাটিয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মাদকসহ ওই দম্পতিকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুজন হলেন মো. পলাশ (৩২) ও তাঁর স্ত্রী মোছা. রিভা আক্তার। পলাশ ওই এলাকার মো. সামছুদুলের ছেলে ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানার নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্ব দেন পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক।
পুলিশ পরিদর্শক জানান, উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ভাটিয়াপাড়া গ্রামের মো. পলাশ (৩২) ও তাঁর স্ত্রী মোছা. রিভা আক্তারের বসতবাড়ি থেকে ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিতকরে পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান,গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। এরা দীর্ঘদিন থেকে এই কারবার চালিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা বিচারাধীন রয়েছে। কিছুদিন পূর্বেও মাদক ব্যবসায়ী পলাশ গ্রেফতার হয়েছিলেন।